আসালামুয়ালাইকুম,
সবাই কেমন
আছেন।
আমি
আপনাদের দোয়া ভাল আছি।
আজ আমি
আপনাদের দেখাবো কিভাবে আপনার স্লোল কম্পিউটার কে ফাস্ট করা যায়। তাহলে চলুন দেখে
নিই,
প্রথমে আপনার
কম্পিউটার এর রান কমান্ড এ গিয়ে টাইপ করুন regedit তারপর ওকে দিন,কোন ম্যাসেস আসলে
yes দিন।
তারপর
নিচের মত একটা স্কিন আসবে
তারপর Control Panel এ ডাবল
কিল্ক করুন, নিচের মত আসবে
তারপর Desktop এ ডাবল কিল্ক
করুন,নিচের মত আসবে
তারপর পাশে ActiveWndTrackTimeout এ ডাবল কিল্ক
করুন,নিচের মত আসলে
শূন্য কে 1 করে দিন। আপনার
কাজ শেষ।
এখন থেকে আপনার কম্পিউটার আর
হ্যাং হবে না।
অ-সুবিধা
হলে জানাবেন।
যদি কেও টিউনটি করে থাকেন ,তাহলে ক্ষমা করবেন
।
ধন্যবাদ
সবাইকে কষ্ট করে টিউন পড়ার জন্য।
উপকৃত হলে অবশ্যই কমেন্টকরে জানাবেন ।
আল্লাহ হাফেজ ।
0 মন্তব্য(গুলি)