বিসমিল্লাহির রহমানির রাহীম
সবাই কেমন আছেন? আশা
করি ভালো । আমি
ভালো আছি ।এতো কথা না বলে চলুন মূল আলোচনায় আসি । আমরা প্রত্যেকেই চাই যে আমার নিজের একটি ওয়েব পেইজ থাকুক ।
সম্প্রতি মোবাইল সাইট গুলো খুবই জনপ্রিয় হয়ে উঠছে এর একটি বিশেষ কারন হল মোবাইল ।
আমি এটা নিয়ে চেইন টিউন করব । আশা করি সবাই সাথে থাকবেন ।
তাহলে আসুন জেনে নিই কিভাবে মোবাইল সাইট তৈরি করা যায়ঃ
মোবাইল সাইট তৈরি করার জন্য আমি WAPKA বেছে নিয়েছি । ২০০ মেগা বাইট ডিস্ক স্পেস।
ভাবছেন এত কম ডিস্ক স্পেস দিয়ে কি করবেন?
কিছু কৌশল খাটালে আপনিও পারবেন এই 2০০ মেগাবাইট দিয়ে আনলিমিটেড ডিস্ক স্পেসের কাজ করতে । আর তাছাড়া আপনি রেফার লিঙ্ক ব্যবহার করে আপনার ডিস্ক স্পেস আরও বাড়াতে পারবেন ।
- প্রথমে http://www.wapka.mobi/wapka_index.htmlক্লিক করে ওয়াপকা সাইট এ প্রবেশ করুন ।
- এবার সাইট এ দেখুন Registration নামে একটা অপশন আছে এবং সেটাতে ক্লিক করুন ।
- এখন তাদের নীতিমালা আসবে এবং আপনি নীতিমালার শেষে AGREE, continue নামে একটা অপশন আছে সেটাতে ক্লিক করুন ।
- এবার Registration ফরম টি সঠিকভাবে পূরণ করুনঃ
আপনার ওয়েবসাইট এখন তৈরি ।
তাই বলে মনে করবেন না কাজ শেষ এখন থেকে কাজ শুরু । আজ এ পর্যন্ত থাক ।
কোন ভুল হলে কমেন্ট এ জানাবেন । একসাথে বেশি বড় করে লিখলাম না তাহলে ধৈর্য নষ্ট হয়ে যাবে ।
আগামি টিউন এ পাবেনঃ বিভিন্ন অপশন গুলোর কাজ ।
তাই বলে মনে করবেন না কাজ শেষ এখন থেকে কাজ শুরু । আজ এ পর্যন্ত থাক ।
কোন ভুল হলে কমেন্ট এ জানাবেন । একসাথে বেশি বড় করে লিখলাম না তাহলে ধৈর্য নষ্ট হয়ে যাবে ।
আগামি টিউন এ পাবেনঃ বিভিন্ন অপশন গুলোর কাজ ।
সে প্রযর্ন্ত সাথে থাকুন ।
২০০ মেগা বাইট ডিস্ক স্পেস টা কি একটু বুজিয়ে বলবেন.........।
উত্তরমুছুননামহীন @ আপনি একটা মেমোরী কার্ড যদি কিনেন,অবশ্যেই আগে ঠিক করতে হয় কত জিবি মেমোরী কার্ড কিনবেন । তদ্রুপ একটা ওয়েব সাইট খুলতে আগে জানতে হবে ডেস্ক কতদ । আমি যে ওয়েব সাইট এর কথা বলছি তার ডেস্ক হল 200 এম বি । আসা বুঝবেন ।
মুছুন200 mega bite mane 2oo mb disk space
উত্তরমুছুনএখানে আমি কি গল্প সংগ্রহ করে রাখতে পারব
উত্তরমুছুন