উপরের ছবিতে দেখা যাচ্ছে Start Menu তে KAMRULCOX
নামে একটি মেন্যু রয়েছে। ওখানে ক্লিক করলে আমার ব্লগটা খোলে যায় বা আমার ব্লগের লিংক ওপেন হয়। অপশনটি খুবই সুন্দর লেগেছে আমার কাছে। ঐ অপশনের মাধ্যমে পছন্দের যেকোন URL, Music,
Video, Image বা অন্যান্য ফাইল যুক্ত করা যাবে। এর ফলে মেন্যুটিতে ক্লিক করার সাথে সাথে যুক্ত করা পছন্দের ফাইল বা লিংকটি খোলে যাবে। একটি ব্রান্ড পিসিতে ঐ রকম একটি লিংক দেখে খুব আগ্রহ হয়েছিলে নিজের পিসতেও সেই অপশনটি যুক্ত করার। অনলাইন খোঁজাখুঁজি
শুরু করে অবশেষে পেয়ে যায়। এবার আপনাদেরকে শেয়ার করলাম বিষয়টি। টিপসটি শুধু এক্সপিতেই কাজ করবে। সেভেনের জন্য আমি ট্রাই করছি। সম্ভব হলে পরবর্তীতে পোস্ট হবে সেটি নিয়ে।
কিভাবে করবেনঃ
১। প্রথমে একটি Icon File তৈরি করুন যার সাইজ হবে 24×24। নাম দিন Brand.ico। নিচে আমার আইকনটা দেখুন।
করে নিন।
Windows Registry Editor
Version 5.00
[HKEY_CLASSES_ROOT\CLSID\{2559a1f6-21d7-11d4-bdaf-00c04f60b9f0}]
@="Habibit24"
[HKEY_CLASSES_ROOT\CLSID\{2559a1f6-21d7-11d4-bdaf-00c04f60b9f0}\DefaultIcon]
@= C:\\Brand.ICO"
[HKEY_CLASSES_ROOT\CLSID\{2559a1f6-21d7-11d4-bdaf-00c04f60b9f0}\InProcServer32]
@=hex(2):25,00,53,00,79,00,73,00,74,00,65,00,6d,00,52,00,6f,00,6f,00,74,00,25,\
00,5c,00,73,00,79,00,73,00,74,00,65,00,6d,00,33,00,32,00,5c,00,73,00,68,00,\
64,00,6f,00,63,00,76,00,77,00,2e,00,64,00,6c,00,6c,00,00,00
"ThreadingModel"="Apartment"
[HKEY_CLASSES_ROOT\CLSID\{2559a1f6-21d7-11d4-bdaf-00c04f60b9f0}\Instance]
"CLSID"="{3f454f0e-42ae-4d7c-8ea3-328250d6e272}"
[HKEY_CLASSES_ROOT\CLSID\{2559a1f6-21d7-11d4-bdaf-00c04f60b9f0}\Instance\InitPropertyBag]
"CLSID"="{13709620-C279-11CE-A49E-444553540000}"
"method"="ShellExecute"
"Command"="habibit24"
"Param1"="http://habibit24.blogspot.com/"
[HKEY_CLASSES_ROOT\CLSID\{2559a1f6-21d7-11d4-bdaf-00c04f60b9f0}\shellex]
[HKEY_CLASSES_ROOT\CLSID\{2559a1f6-21d7-11d4-bdaf-00c04f60b9f0}\shellex\ContextMenuHandlers]
[HKEY_CLASSES_ROOT\CLSID\{2559a1f6-21d7-11d4-bdaf-00c04f60b9f0}\shellex\ContextMenuHandlers\{2559a1f6-21d7-11d4-
bdaf-00c04f60b9f0}]
@=""
[HKEY_CLASSES_ROOT\CLSID\{2559a1f6-21d7-11d4-bdaf-00c04f60b9f0}\shellex\MayChangeDefaultMenu]
@=""
[HKEY_CLASSES_ROOT\CLSID\{2559a1f6-21d7-11d4-bdaf-00c04f60b9f0}\ShellFolder]
"Attributes"=dword:00000000
৩। Brand.ico
ফাইলটি C ড্রাইভে রাখুন। এরপর Brand
Name.reg ডাবল ক্লিক করে রান করুন। পিসি Logoff বা Restart দিন।
এডিটঃ
উপরের কোডগুলোতে
সবুজ চিহ্নিত লেখাগুলো আপনার পছন্দমত দিতে পারেন। যেমন:
Habibit24 হলো Menue Name।
C:\\Brand.ICO হলো আপনার তৈরি করা আইকনটি’র এড্রেস। আইকনটা যেখানেই রাখুন পুরো এড্রেস সহ বসাতে হবে। তাছাড়া এড্রেস লেখার সময় \ এর পরিবর্তে \\ বসাতে হবে।
http://habibit24.blogspot.com/
হলো আমার লিংক। অর্থাৎ habibit24 টিতে ক্লিক করলেই এ লিংকটি খোলে যাবে। এর পরিবর্তে আপনি যেকোন ফাইলের নাম এড করতে পারেন। সেক্ষেত্রে ফাইলটি’র পুরো এড্রেস লিখতে হবে।
0 মন্তব্য(গুলি)