AUTORUN.INF হলো Windows Operating System এ ব্যবহৃত একটি Configuration File যা কোন USB
Drive বা CD/DVD তে ব্যবহৃত হয়। এই ফাইল কিছু কমান্ড ব্যবহার করে যাতে USB
Drive বা CD/DVD পিসিতে প্রবেশ
করানোর সাথে সাথে Windows ঐ কমান্ড অনুযায়ী কাজ করতে পারে। এ কমান্ডের ফলে USB Drive বা CD/DVD থেকে পছন্দমত প্রোগ্রাম
রান করাতে সুবিধা হয় যা ইউজারদের জন্য বিশেষ একটি সুবিধা দেয়। এই সুবিধাটি প্রথম দিকে ইউজারেরা ব্যবহার করলেও এখন ভাইরাস এই সুবিধাটি ভোগ করছে প্রতিনিয়ত। Microsoft তাই
USB Drive বা CD/DVD এর অটোমেটিক রান ডিজেবল করার জন্য সতর্ক করে দিয়েছে।
Microsoft বর্তমানে Windows এর আপডেটে USB
Drive বা CD/DVD এর অটোমেটিক রান অপশন ডিজেবল সুবিধাটা যোগ করেছে। তাছাড়া Windows 7 থেকে পরের ভার্সনগুলোতে ডিফল্টভাবে
AUTORUN ডিজেবল করা হয়েছে। তারপরও ইউজারদের অজান্তে বা নতুন ইউজারদের অসতর্কতার কারণে AUTORUN.INF ফাইলটি বর্তমানে মারাত্মকভাবে পিসি আক্রমণে ব্যবহৃত হচ্ছে। ভাইরাস অটোমেটিক এই ফাইলটি তৈরি করে এবং নতুন ইউএসবি পিসিতে ঢুকালে তাতেও ঢুকে পড়ে গোপনীয়ভাবে। ছড়িয়ে পড়ে পিসি থেকে আরেক পিসিতে। এছাড়া পিসিতে নানা রকম সমস্যা সৃষ্টিতে ব্যবহৃত হয় এই ফাইলটি। যদিও এটি ভাইরাস নয়। তাই ইউএসবিকে এই AUTORUN.INF ফাইলটি থেকে রক্ষা করা এখন খুবই গুরুত্বপূর্ণ। USBVaccine নামের ফ্রী সফটওয়ারটি’র মাধ্যমে এই কাজটি করা যায়। USBVaccine আপনার USB Flash Drive, Pendrive, Memory Card ইত্যাদিতে একটি AUTORUN.INF তৈরি করে যা Read/Write করা যায় না। এমনকি ঐ ফাইলটি ডিলিটও করা যায় না যতক্ষণ পর্যন্ত ইউএসবিটি ফরমেট করা না হয়। ফলে ভাইরাস USB তে AUTORUN.INF নামে কোন ফাইল যেমন তৈরি করতে পারে না তেমনি USBVaccine দ্বারা তৈরি AUTORUN.INF ফাইলটিকে এডিট করে নিজের কোডও ব্যবহার করতে পারে না।
ব্যবহারঃ
নিচে দেয়া ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে ইন্সটল করুন। সাইজটা খুবই ছোট। ইন্সটলের পর Vaccinate Computer এবং Vaccinate USB নামে দুটি বাটন পাবেন (সুবজ চিহ্নিত)।
আপনার পিসিকে Vaccine দেয়ার জন্য Vaccinate Computer বাটনে ক্লিক করুন আর USB কে Vaccine দেয়ার জন্য Vaccinate USB বাটনে ক্লিক করুন। পিসি বা USB কে একবার Vaccine দিলে আর দেয়া লাগে না। Vaccine দেয়া হয়েছে কি না বামে মেসেজ দেখে বুজে নিতে পারবেন। নতুন USB প্রবেশ করালে সেটাকেও একইভাবে Vaccinate USB বাটনের মাধ্যমে Vaccine দিয়ে দিন। প্রতিবার কোন USB প্রবেশ করালে মেসেজ দিয়ে জানিয়ে দেবে USB টিকে Vaccine দিতে চান কি না।
Play Casinos Near Me - MapYRO
উত্তরমুছুনFind your 의왕 출장안마 nearest Casinos Near you in minutes by 여주 출장마사지 selecting your favorite 서울특별 출장샵 slot games you like, like Pragmatic Play's Rainbow Riches, 충청북도 출장마사지 Wheel 제천 출장안마 of Fortune, and