মিডিয়া টাইমস ডেস্ক: আবারো বিতর্কে জড়ালেন ইন্দো-ক্যানাডিয়ান অভিনেত্রী সানি লিওন। সঞ্জয় গুপ্তার ‘শুটআউট অ্যাট ওয়াডালা' ছবির আইটেম গানে কাজ করেন সানি। আইটেম গানের নগ্নতা এতটাই আপত্তিকর ছিল যে তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
ওই ছবির ‘লাইলা তেরি লে লেগি' আইটেম গানে কাজ করেন সানি। একটা লেহেঙ্গা পড়ে খোলামেলাভাবে সানি আবেদনময়ী হিসেবে নিজেকে প্রকাশ করেন।
উল্লেখ্য ‘শুটআউট অ্যাট ওয়াডালা' ছবির অন্যতম অভিনেতা তুষার কাপুর ও জন আব্রাহাম।
বলিউডে সানি লিউনের সফলতার কথা অনেকেরই জানা। পূজা ভাট পরিচালিত ‘জিসম ২' ছবির মাধ্যমে সানি লিওনের বলিউডে অভিষেক ঘটে ২০১২ সালে। প্রথম ছবিতে সাফল্যের রেশ ধরে স্বামীর সঙ্গে ভারতে স্থায়ী নিবাস গেড়েছেন সাবেক এ পর্নো তারকা।
বলিউডে সানি লিউনের সফলতার কথা অনেকেরই জানা। পূজা ভাট পরিচালিত ‘জিসম ২' ছবির মাধ্যমে সানি লিওনের বলিউডে অভিষেক ঘটে ২০১২ সালে। প্রথম ছবিতে সাফল্যের রেশ ধরে স্বামীর সঙ্গে ভারতে স্থায়ী নিবাস গেড়েছেন সাবেক এ পর্নো তারকা।
শাকিল শাহনেওয়াজ
৫ এপ্রিল, ২০১৩
0 মন্তব্য(গুলি)