ভালোবাসা কথাটা শুনলে হৃদয় গভিরে কেমন একটা হাহাকার
করে ওঠে। আবার এই ভালোবাসার পিছে ছুটে চলে সকল মানুষ।
আমার জীবনে এসেছিল তেমন একটা ভালোবাসা।
যখন বুঝতামনা ভালোবাসা মানে কি তখন সে আমাকে
ভালোবেসে ছিলো। তখনও আমি তাকে নাবুঝে ভালোবেসে
ছিলাম।কিন্তু আজ যখন আমি ভালবাসার মানে বুঝতে
পারলাম ,তখন সে আমাকে ছেড়ে অনেক দুরে চলে গেছে। আর
তাই,আজও তার সেই ভালোবাসাকে আকরে ধরে আমার একাকি
পথ চলা। জানিনা সে আগের মত আমার কথা ভাবে কিনা? তার
কি মনে পরে না,তার আর আমার সেই প্রথম দেখার কথা। যখন
আমরা কতনা ছোট ছিলাম । তবুও তখনকার সেই ভালোবাসা
আজও আমার হৃদয়ের ভালোবাসার ফ্রেমে স্বৃৃতি হয়ে আছে।
আমার ভালোবাসায় কি এতো ভুল ছিল ! যে আমাকে ছেরে চলে
গেলো। কখনো কি আমার ভালোবাসার কথা তার মনে সাড়া দেয়
নি? প্রথম প্রেমের কথা এত সহজে ভুলে গেলো? এতো সহজে
ভুলে যাওয়া যায় ভালোবাসার কথা? তার হৃদয়ে কি আজ আমার জন্য
এতটুকু জায়গা নেই।
জানিনা আজ তুমি কোথায় আছো? কেমন আছো ?
আজও তোমার পথ চেয়ে আছি, হইতো তুমি আসবে ফিরে।
তাই এই ভালোবাসা দিবসে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে অপেক্ষা
করছি তোমার জন্য। আমি আজও শুধু তোমাকেই ভালোবাসি।
আর তোমাকে ভালোবেসে যাব। আজ তোমার জন্য শুধু এই
কামনা করি তুমি যেখানে থাকো ভাল থেক , সুখে থেক।
লিখেছেন-মোঃ মিনহাজুল আবেদিন বাপ্পি
শৈলকূপা,ঝিনাইদহ।
0 মন্তব্য(গুলি)