আমি অয়নকে অনেক ভালবাসি। তাই তো যখনই অর কথা মনে পরে, তখনই কিভাবে যেন মনের ভেতর থেকে কবিতা চলে আসে। আমি কবি নই। কবিতা লিখতেও পারিনা। কিন্তু ওর কথা ভাবলেই কলমে ছন্দ আসে, তৈরি হয় কবিতা। এখন যেমন লিখে ফেললাম-”তোমাকে ছাড়া বাজে না পায়ের নুপুর
তোমাকে ছাড়া কাটে না একলা দুপুর।
থাকো তুমি কেন এত দূরে?
যেমন আকাশ থাকে মাটির থেকে।
যেখানে যাই
খুজে পাই তোমায়
থাকো তুমি আমার নয়নে,
দমকা হাওয়া বয়ে যায় যখন
সবই চলে সুরজের-”অয়নে”।
তুমি আছ বলে- জিবনের এতো সুখ অনুভব করছি
তুমি হাসো বলে- ভালবাসার নানা রঙ আমি চিনছি
তুমি আছ বলে- আমি নিজের ঠিকানা খুঁজে পেয়েছি
তুমি আছ বলে- পৃথিবীতে এক নতুন জীবন শুরু করেছি।
থেকো চিরদিন, থেকো চিরকাল হাতটি আমার ধরে
যেয়ো না কখনো আমার কাছ থেকে দূরে সরে”।
ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক আশা। আমি জানি ও সবার থেকে আলাদা।
আবারো কবিতা চলে আসল-
“আছো আমার অনুভবে তুমি
আছো মনে ছড়িয়ে,
আছো জ্যোৎস্না ভরা আকাশের চাঁদ হয়ে,
আমার পাশে দাঁড়িয়ে।
দেব হাত বাড়িয়ে
রাখবো বুকে জড়িয়ে
জানি আছো পাশে দাঁড়িয়ে
দেব না একা ফিরিয়ে।
জানি তুমি পারবে সবই করতে
পারবে এ পৃথিবীর সব লড়াইয়ে জয়ী হতে
পারবে নিজেকে যোগ্য করে তুলতে
সাত সমুদ্র, পাহাড় পেরিয়ে।
বসে আছি তোমার অপেক্ষায়
হৃদয়ের দখিনা জানালায়
আসবে তুমি নিতে আমায়
ভালবাসার, নীরব দুনিয়ায়”।
ওকে নিয়ে না বলা কথার শেষ নেই। শেষে শুধু একটা কথাই ওকে বলতে ইচ্ছে করছে-
“যতবার তোমাকে দেখি,
ততবারই বুঝতে পারি আমি শুধু তোমায় ভালোবাসি”।
লিখেছেন- সানজিদা আহমেদ ইভানা
কৃষি ব্যাংক লিঙ্ক রোড- ৩ গুলশান, ঢাকা ।
0 মন্তব্য(গুলি)