প্রিয় মাজহার
আজ অনেক না বলা কথা তোমাকে বলার উদ্দেশ্যে আমার এই লিখা।
জীবনটা কী অদ্ভুত, তাইনা? দেখতে দেখতে আমাদের সর্ম্পকের ৪ (চার) বছর পার হয়ে গেল। কখনও হয়ত দুঃখে,
কখনও সুখে আবার হয়ত কখনও অনেক বেশী আনন্দে। আমার জীবনের এক সংকীর্ণ মূহুর্তে যখন হয়ত আমি জীবনের মানে কি তা ভুলতে বসেছি, এমনি এক সময়ে তুমি আমার হাতখানা শক্ত করে ধর। প্রথম প্রথম তোমাকেও আমার ভীষন ভয় হত। হাজারটা প্রশ্ন মনের মধ্যে উকিঁ দিত, নতুন কোন ভুল করছি না তো? কিন্তু তোমাকে পেয়ে আমার জীবনের গতি পরিবর্তিত হয়ে গেছে, আমি স্বপ্ন দেখছি ভবিষ্যতের। ভালোবাসতে শিখেছি আবার নতুন করে। এ এমন এক ভালোবাসা যেখানে কোন ছল কপট নেই, আছে এক অন্য রকম বিশ্বাস। যে বিশ্বাসের ভিত্তি সত্যের উপর নির্মিত। তাই এখন আর আমার ভয় হয় না। অকপটে স্বীকার করতে ইচ্ছে করে “ভালোবাসি, ভীষণ ভালোবাসি তোমাকে”। এটা ফেব্রুয়ারী মাস। কুয়াশার চাদর ঘেরা হাঁড় কাপুনে শীত শেষে বসন্ত আসছে শিমুল, পলাশ ও হাজারো ফুলের সুরভী নিয়ে আমাদের সকলের জীবনকে অনেক নতুন নতুন ভালোবাসার রঙ্গে রাঙ্গিয়ে দিতে। তাই বসন্তের শুরুতে ভালোবাসার এই দিনে তোমার উদ্দেশ্যে নতুন জীবনের আহবানে আবারো নতুন করে—
ওহে আমার স্বপ্নের রাজকুমার
চলিবে কি মোর সাথে
ভালোবাসা-বাসির দেশে।
যেখানে থাকিবে উন্মুক্ত আকাশ, নির্মল বায়ু,
সোনালী রোদের লুকোচুরি খেলা।
সবুজে সবুজে গড়িবো সংসার
মেঘমালায় ভাসাবো মোরা রঙ্গিন স্বপ্নের ভেলা।
সুখ সেথা সর্বদা করিবে গুঞ্জন
ভোরের কিরণ মিলিয়ে দিবে রাত্রির ক্রন্দন।
বিপদকে রুখে, দুঃখকে ভুলিয়ে, সুখের সান্নিধ্যে
হাতে হাত রাখিয়া হাটিবো মোরা
একে অন্যের সাথে চির অনন্তের পথে।
ভালোবাসার মাসে আমার এই ক্ষুদ্র অভিব্যক্তিগুলো তোমাকে কতটুকু আনন্দ দিবে আমি জানি না। তারপরেও ভালোবাসার মাসে আবারও আমি নতুন করে তোমাকে প্রতিজ্ঞা করছি, তুমি আমার জন্য যা করেছ তার বিনিময় হিসেবে নয়, ভালোবেসে, শুধু ভালোবেসে আমি তোমার পায়ে পা মিলিয়ে শুধু তোমার সাথে অনন্তের পথে চলতে চাই। বিপদের মূহুর্তে তোমার শক্তি হয়ে, দুঃখের মূহুর্তে তোমার ভরসা হয়ে আর আনন্দের মূহুর্তে তোমার হাসি হয়ে। তুমি আমার প্রতি যে বিশ্বাস দেখিয়েছ, তুমি দোয়া কর যাতে আমি তোমার সেই বিশ্বাসের মান রাখতে পারি। এই প্রত্যাশায় তোমার অর্ধাঙ্গী- লায়লা
লিখেছেন-লায়লা
উত্তরা, ঢাকা-১২৩০
0 মন্তব্য(গুলি)